Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > কালীগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

কালীগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

এপিপি বাংলা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম রনি হোসেন (১০)।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শাহপুর ঘিঘাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনি হোসেন ধলাই গ্রামের বাহাজ্জেল হোসেনের ছেলে ও দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
প্রত্যাক্ষদর্শীরা জানান, আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শাহপুর-ঘিঘাটি এলাকার একটি মাঠে খেলা করতে আসে রনি। এ সময় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *