এপিপি বাংলা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম রনি হোসেন (১০)।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা শাহপুর ঘিঘাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনি হোসেন ধলাই গ্রামের বাহাজ্জেল হোসেনের ছেলে ও দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
প্রত্যাক্ষদর্শীরা জানান, আন্তঃইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শাহপুর-ঘিঘাটি এলাকার একটি মাঠে খেলা করতে আসে রনি। এ সময় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ঘাতক পিকআপটি আটক করা সম্ভব হয়নি।
কালীগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
