চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় নির্বিচারে গুলিবর্ষনে ২৪ জনকে হত্যা মামলার রায় রাষ্ট্র ও সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এড. ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ২৪ জন নিরস্ত্র নাগরিককে গুলি করে হত্যার বিচার না হলে তা হতো রাষ্ট্রের জন্য কলংকজনক। ৩২ বছর পরে হলেও অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
বেআইনী আদেশ পালন করতে গিয়ে গুলি করে হত্যার ব্যক্তিগত দায় থেকে নির্দেশ দাতা ও নির্দেশ পালনকারী কেউ রক্ষা পায় না। বরং দেরিতে হলেও অপরাধীদের বিচারের সম্মুখীন হতে হয়, মৃত্যুদন্ডে দন্ডিত হতে হয়, এ রায়ের এটাই হচ্ছে শিক্ষণীয় বার্তা।
নেতৃবৃন্দ আইনের শাসনের প্রশ্নে পুলিশ প্রশাসন সহ সকল পক্ষকে এ রায় থেকে শিক্ষা নেয়ার আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তী।