মোঃ শামসুদ্দিন জুয়েল : আজ ২৯ জানুয়ারী রোজ বুধবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ যুব রেডক্রিসেন্ট ইউনিট কতৃক আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি
কলেজের মূল ফটকের সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সদস্য সংগ্রহ কর্মসূচী পালন করা হয়।
ভারপ্রাপ্ত যুব শিক্ষক মোঃ আলাউদ্দিনের নেত্বতে সকাল ১০.০০ থেকে দুপুর ১. ০০ টা নাগাত কার্যক্রম পরিচালনা করা হয়।
সকাল ১০. ৩০ মিনিটে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ উপাধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষন দেবনাথ স্যার।
অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফ মহতি কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন সেইসাথে সকল ধরনের সহযোগীতা করে সংগঠনের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব তারিকুল ইসলাম তারেক স্যার, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ কেন্দ্রীয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহ-সেমিনার বিষয়ক সম্পাদক জনাব হামজা মাহমুদ স্যার এবং রসায়নবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও অত্র কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রিনিবাসের সম্মানিত হল সুপার জনাব আব্দুল খালেক, যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত যুব শিক্ষক প্রভাষক মোঃ আলাউদ্দীন, যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের উপ যুব প্রধান সাইদুল অপু এবং রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান মাহমুদুল হাসান সোহান প্রমূখ
এছাড়া যুব রেড ক্রিসেন্ট ইউনিট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাসেল আহমেদ, অনিক পাল, ফজলুল করিম রাসেল, আমিনুল ইসলাম আতিফ ইসলাম, জুই ইসলাম, অগ্নি, তাউসিফ ইসলাম, নাঈম ইসলাম, তানজিল আহমেদসহ সকল যুব সদস্যবৃন্দ
সকাল ১০.০০ টা হতে দুপুর ১.০০ পর্যন্ত কার্যক্রম চলতে থাকে এবং সবশেষে যুব শিক্ষক সকল যুব সদস্যদরকে ধন্যবাদ জানিয়ে কার্যক্রমের পরিসমাপ্তি ঘটান।