Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নারায়ণগঞ্জ সরকারী গনগ্রন্হাগারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করেন (নাফ)।

নারায়ণগঞ্জ সরকারী গনগ্রন্হাগারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করেন (নাফ)।

 

খাদিজা আক্তার ভাবনাঃ শিল্পী শিল্পীর জন্য এ শ্লোগানকে সামনে রেখে দুঃস্থ অসহায় শিল্পীদের সার্বিকভাবে সহযোগিতা করার লক্ষে নারায়ণগঞ্জে আর্টিস্ট ফাউন্ডেশন গঠিতহয় মানবদরদী গুণী সনামধন্য শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে। দীর্ঘদিন ধরে তারা শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষে নারায়ণগঞ্জ সরকারী গনগ্রন্হাগারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করেন। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার ৪টায়। সংগঠনের সভাপতি জি এম রহমান রনীর সভাপতিত্বে ও দিপক ভৌমিক এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বি কে এমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ আর্টিস্ট ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ হাতেম,চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এবংনারায়ণগঞ্জ আর্টিস্ট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ ইসলাম মিয়া, নারায়ণগঞ্জ আর্টিস্ট ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ নাসির আহমেদ, নারায়ণগঞ্জ আর্টিস্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃমোঃআনোয়ার হোসেন,নারায়ণগঞ্জ আর্টিস্ট ফাউন্ডেশনের উপদেষ্টা আহম্মদ আলী উজ্জ্বল। অনেক দর্শক শ্রোতার উপস্হিতিতে প্রথমে নিত্য পরিবেশন করে শিশু শিল্পীরা। নিত্যের পর মনোমুগ্ধকর গান পরিবেশন করেন ২০০৮ ও ৯ এ ক্ষুদে গানরাজ খ্যাত সানজিদা নাহার বেলা,এর পর জি এম রহমান রনী,মালা ও লতা। শিল্পীদের সুরেলা কন্ঠে দর্শক শ্রোতা সবাই উৎফুল্ল হয়ে উঠেন। সবাই তাদের কন্ঠের সাথে তালমিলিয়ে চলেযান গানের ভূবনে। এসময় সংগঠনের অনান্য উপদেষ্টা, নেতৃবৃন্দ সহ অনেক সদস্যরা উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *