বিজয়নগর প্রতিনিধি : আজ বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরিক্ষা উপলক্ষ্যে নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য আজ বিকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরামর্শ সভায় শৃঙ্খলা কমিটির সভাপতি উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ ইব্রাহিম খাঁন এর এর সভাপতিত্বে ও কেন্দ্রের সদস্য সচিব বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আহাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ইনজিঞ্জিনিয়ার আশেক মাওলা কাইজার,প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোঃ আজমল,সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খাঁন প্রমুখ।
পরামর্শ সভায় সবাই শৃঙ্খলা রক্ষার জন্যে সকলে সম্মেলিত ভাবে কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।