Tuesday, October 3, 2023
Home > আন্তর্জাতিক > চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০

এপিপি বাংলা : চীনে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ জনে দাঁড়িয়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২৪ জন। আজ বুধবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

এদিকে চীনের বাইরে প্রথম এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জন মারা গেছে। এছাড়া এই ভাইরাস এখন পর্যন্ত ২৪ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

এদিকে বিশ্বের অন্যান্য দেশগুলো উহান থেকে দ্রুত তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *