Wednesday, November 29, 2023
Home > জাতীয় সংবাদ > বোমা’কে বর্তমান সরকারের একটি আস্থার সংস্থায় পরিণত করতে হবে : এড: মোঃ জাহাঙ্গীর আলম

বোমা’কে বর্তমান সরকারের একটি আস্থার সংস্থায় পরিণত করতে হবে : এড: মোঃ জাহাঙ্গীর আলম

এপিপি বাংলা :  গত সোমবার রাত ৮টায় বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা নাঈমুল ইসলাম খানের বাসভবনে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত উল্লেখ্য গত ২৫ জানুয়ারি রাজধানীর উত্তরায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী ৭ (সাত) সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়। উক্ত সভার শুরুতে সকলকে ধন্যবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, বিগত ৮ বছর আগে আমি এই সংগঠনের সাথে সংপৃত হই, সেদিন জনাব নাঈমুল ইসলাম খানের অফিসে এই বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে এবং আমাকে সিনিয়র সহ সভাপতির দায়িত্ব দেয়া হয়। কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্যে আমি তেমন কোন সময়ও দিতে পারি নাই। এখন আবার নতুন করে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে সাধারণ সভায়, এবারও আমি খুব কম সময় দিব এবং সংগঠনের জন্য যতটুকু সময় প্রয়োজন সেটা আমি দিব।

Image may contain: 6 people, people sitting

সংগঠনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগ সমূহে সার্বিক চেষ্টা চালিয়ে যাবো। তিনি আরও বলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনকে বর্তমান সরকারের একটি আস্থার সংস্থায় পরিণত করতে হবে। তাছাড়া ঢাকার মধ্যখানে উপযুক্ত পরিবেশে একটি অফিস ভাড়া নিতে হবে। অফিসের সার্বিক খরচা বাবদ আমি প্রতি মাসে ১ লাখ টাকা করে দিব। আগামীতে আরও দেশের গুরুত্বপূর্ণ অনলাইন মিডিয়া গুলোকে এ্যাড করে নিতে হবে এবং তাদের জন্য কিছু পদ ফাঁকা রাখতে হবে।

Image may contain: 14 people, including Saleh Mohammad Rashid Alok, S M Kamrul Hassan and Shadath Shopon, people smiling, people standing and suit

উক্ত সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে ৭ জন থেকে বাড়িয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে নিম্নোক্ত ব্যক্তিগণ উল্লেখিত দায়িত্ব পালন করবেন বলে উপস্থিত সদস্যগণ সিদ্ধান্ত প্রদান করেন।

সভাপতি: এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম নির্বাহী সভাপতি: এ কে এম শরিফুল ইসলাম খান, জয়ন্ত আচার্য, মোঃ কামাল হোসেন, সৌমিত্র দেব,সহ-সভাপতি: রাশেদুল হাসান বুলবুল, তারিন হোসেন, মীর আব্দুল আলীম খুঁজিস্থান নুর ই নাহরীণ।

সাধারণ সম্পাদক: নাসিমা খান মন্টি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: শাহাদাত জ্বামান স্বপন সহ সাধারন সম্পাদক: মশিউর রহমান রুবেল কাজল ঘোষ, অর্থ সম্পাদক: দেলোয়ার হোসেন,সম্পাদক: প্রচার সম্পাদক: সালেহ রশিদ অলক সহ ১৫ জনের নাম ঘোষণা করা হয়। বাকি নির্বাহী সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম ,নাঈমুল ইসলাম খান, এ কে এম শরিফুল ইসলাম খান, সৌমিত্র দেব, নাসিমা খান মন্টি শাহাদাত জামান স্বপন, এইচ আর হাবিব, মোঃ ওবায়েদ উল্লাহ ভুলন, দেলোয়ার হোসেন, সাব্বির আহমেদ রনি, সালেহ মোহাম্মদ রশীদ অলক, মীর আব্দুল আলীম মোঃ কামাল হোসেন, নাসির উদ্দিন বুলবুল, রিয়াজ উদ্দিন, এসএম আমানুর রহমান, রাশিদুল হাসান বুলবুল , কামরুল হাসান শান্ত, মশিউর রহমান রুবেল, কাজল ঘোষ।

সভায় অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নাঈমুল ইসলাম খান কিছু পরামর্শ প্রদান করেন : ১। এসোসিয়েশনকে গ্রহণযোগ্য করতে অনলাইন গুলোর গবেষণাধর্মী সার্ভে করা দরকার। ২। রাজনৈতিক টাইপের মিটিং এর বাইরে অভিজাত ও গবেষনালব্ধ গোলটেবিল রাউন্ডটেবিল সেমিনার জাতীয় প্রোগ্রাম হাতে নিতে হবে। ৩। দেশের খ্যাতনামা অনলাইন ও অনলাইন গণমাধ্যম ব্যক্তিত্ব কে পদক ও সম্মাননা দেওয়ার প্রচলন তৈরি করতে হবে। ৪। অনলাইন মিডিয়ার সকল দিক ও দুর্বল দিক নিয়ে সেমিনার করা যেতে পারে। ৫। সরকারের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের বিদায়ী সাধারণ সম্পাদক একে এম শরিফুল ইসলাম খান। সভা শেষে উপস্থিত সকলের জন্য প্রধান উপদেষ্টা নাঈমুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাসিমা খান মন্টির উদ্যোগে ভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *