Wednesday, October 27, 2021
Home > আঞ্চলিক সংবাদ > নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের কথিত সুগন্ধা অভিজাত খাবার হোটেলে পঁচা ও এটো খাবার বিক্রি হচ্ছে

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের কথিত সুগন্ধা অভিজাত খাবার হোটেলে পঁচা ও এটো খাবার বিক্রি হচ্ছে

 

খাদিজা আক্তার ভাবনাঃ ভুক্তভোগীরা জানায় কিছুক্ষন আগে দুই বান্ধবি মিলে দুপুরের খাবার খাবো বলে সুগন্ধায় যাই, ১.৩০ মিনিটে।
খাবার এর অডার নেওয়ার জন্য একজন আসে,তাকে জিজ্ঞেস করলাম কী কী আছে, সে বলে কাচ্চি, ইলিশ মাছ ভাজা, সবজী,ইত্যাদি, পরে আমরা বলি কাচ্চি, আর ইলিশ মাছ ভাজা, নিলাম
পরে ইলিশ মাছ খাবো বলে একটু ধরলাম পরে দেখি পঁচা মাছ,তাও গন্ধ অনেক, তাদের কে ডাক দিলে তারা আসে পরে তারাও বুঝতে পারে যে খাবার টা ভাল না,পঁচা মাছ,
তখন সামনে থেকে মাছের ২ পিছ নিয়ে যায়,

কিন্তু পরে সেই পঁচা মাছের বিল জোর করে নেয়া হয় আমাদের কাছ থেকে, সেখানে আরও একটা আমেরিকান সিটিজেন ছিলো তার খাবারও নষ্ট, সে খাবার এর বিষয় জানতে চাইলে তারা তার ভাষা ভালো করে না বুঝেই হাসাহাসি করতে থাকেন,
পরে সেই সিটিজেন বলে আমরা টাকা দিয়ে ভালো খাবার খেতে আসি আর আপনারা আমাদের কে এই ভাবে কেনো ঠকাছেন, খাবার না খেয়েও বিল দিতে হচ্ছে আমাদের,পরে সেই সিটিজেন একজন সাংবাদিক কে এই বিষয় টা জানায়।

অন্যের এটো করা রুটি ও সালাদ পরিবেশন করলে ধরা পরলে সৃস্টি হয় বিতক । এমন এটো খাবারের প্রতিবাদ করলে উলটো ম্যানেজার, মেসিয়ার বিক্ষুব্দ আচরন করে বলেন অন্যের খাবার দিয়েছি কি হয়েছে, এগুলো তো নস্ট হয় নাই, আর একটা মাছে তো ২ পিছ হয় না সবাই খাইল আপনারাও খান,নয়তো বিল দিয়ে চলে যান।

নারায়ণগঞ্জের এমন পঁচা ও এটো খাবার বিক্রি করার সাহস করছে সুগন্ধা+ । আর পুরোন তেল দিয়ে তৈরী বাসী খাবারতো আছেই।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *