Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ১৬ নং ওয়ার্ড এ দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুক্কুর মাহমুদ এর স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

১৬ নং ওয়ার্ড এ দর্জি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুক্কুর মাহমুদ এর স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

 

খাদিজা আক্তার ভাবনাঃ দর্জী শ্রমিক ইউনিয়নের আয়োজনে ১৬নং আওয়ামীলীগের অফিসে গতকাল ১৭ফেব্রুয়ারী মরহুম শুক্কুরমাহমুদ এর স্মরনসভার আয়োজন করা হয়,

উপস্হিত ছিলেন প্রধান অতিথি মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং নারায়নগন্জ জেলাপরিষদের সদস্য আনোয়ার হোসেন,

আহসান হাবিব যুগ্ন সাধারন সম্পাদক মহানগর আওয়ামীলীগের ,মঈনুদ্দিন আহমেদ বাবুল সাধারন সম্পাদক জেলা শ্রমিকলীগ ,জিএম আরাফাত মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,

আলমগির কবির বকুল মহানগর শ্রমিকলীগ এর সভাপতি,নীলা আহমেদ নিশি মহিলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদিকা গাজি লিটন যুব শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক,

মরহুম শুক্কুরমাহমুদ এর ছেলে মঈন এবং ছোটভাই লিয়াকত উপস্হিত ছিলেন
স্মরনসভাটি সভাপতিত্ব করেন দর্জী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *