এপিপি বাংলা : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রের সকল পর্যায় ব্যবহার না করে বাংলা ভাষাকে অবরুদ্ধ করা হয়েছে। সর্বোচ্চ আদালতে রায়, উচ্চ শিক্ষায় ও গবেষণা কর্মে বাংলা ভাষা ব্যবহার না করায় মুলত ভাষা বিকশিত না হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। আজ শহীদদের রক্তে রঞ্জিত মহান একুশের সকল চেতনাই আজ বিপন্ন। নির্বাচনী প্রহসন ও দুঃশাসনের মধ্যদিয়ে ২১, ৬২, ৬৯, ৭১ এর সকল অর্জনকেই আজ ম্লান করে দেয়া হচ্ছে। ৫২’র একুশে ফেব্রুয়ারীর রক্ত শপথ নিয়ে গোটা জাতি ধারাবাহিক আন্দোলনের মধ্যদিয়ে ৭১ এ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে। যার ঘোষণা ও লক্ষ্য ছিল সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং দেশ পরিচালনায় সর্বস্তরের জনগণের অধিকার, ক্ষমতা ও কর্র্র্তৃত্ব প্রতিষ্ঠা করা। কিন্তু ভাষা আন্দোলনের ৬৭ বছর পরও এদেশের জনগণ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত। দেশে চলছে হত্যা, ধর্ষণ, লুটপাটের মহাউৎসব। তাই এবারের একুশে ফেব্রুয়ারীতে জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার সহ স্বাধীন দেশোপযোগী রাষ্ট্র প্রশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার শপথ গ্রহন করতে হবে। আজ বিকেল ৪ টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভায় বক্তব্যদানকালে নেতৃবৃন্দ এ সকল কথা বলেন।
জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব এর সভাপতিত্বে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, মোঃ সিরাজ মিয়া, সহ সভাপতি বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, এস এম রানা চৌধুরী, আবদুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন, ইঞ্জিনিয়ার আবুল মোবারক, মোশাররফ হোসেন, এ্যাড. সামসুদ্দিন মজুমদার, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।