Wednesday, November 29, 2023
Home > জাতীয় সংবাদ > ঢাবির পতাকা উত্তোলন দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি উত্তোলনকারীরাই

ঢাবির পতাকা উত্তোলন দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি উত্তোলনকারীরাই

 

এপিপি বাংলা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান কলা ভবনসংলগ্ন বটতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে এ অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি সর্বপ্রথম পতাকা উত্তোলনকারী তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ।

১৯৭১ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আ স ম আবদুর রব। পরদিন ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অপর ছাত্রনেতা শাজাহান সিরাজ।

পতাকা দিবস পালন করা হলেও সে অনুষ্ঠানে সর্বপ্রথম পতাকা উত্তোলনকারীদের আমন্ত্রণ না জানানোর ব্যাপারে অনুষ্ঠানের সমন্বয়ক কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরের কাউকে দাওয়াত দিইনি।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, আমি বলতে পারব না কাকে ডাকা হয়েছে আর কাকে হয়নি। এ বিষয়ে তিনি আয়োজক কমিটির সমন্বয়কের কাছে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়ক কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ঐতিহাসিক এ বটতলায় তৎকালীন ডাকসুর নেতারা বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে তারা এদিন পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেন এবং বঙ্গবন্ধুর অনুমতি নেন। আলোচনা পর্ব শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *