Wednesday, December 6, 2023
Home > আঞ্চলিক সংবাদ > মুজিববর্ষে মোদীর আগমন ঠেকাতে জেলায় জেলায় বিক্ষোভ

মুজিববর্ষে মোদীর আগমন ঠেকাতে জেলায় জেলায় বিক্ষোভ

কে এম দেলোয়ার আল হুসাইন : ভারতে মুসলিমদের হত্যা, নির্যাতন, মসজিদে অগ্নিসংযোগ এবং মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় ইসলামী আন্দোলন ও সমমনা ইসলামী দলগুলোর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার চট্টগ্রাম ওয়াসা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম এর সভাপতিত্বে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, নগর সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি, অধ্যাপক দিদারুল মাওলা, নগর জয়েন্ট সেক্রেটারী, ডা. রেজাউল করীম প্রমুখ।

এতে বক্তারা বলেন, ক্যাব, এনআরসি বিরোধী আন্দোলনকে সাম্প্রদাায়ীক দাঙ্গার রূপ দিয়ে দিল্লিতে মুসলিমদের উপর অত্যাচার, নির্বিচারে মুসলিম হত্যা, মসজিদ ভাঙ্গা, মুসলমানদের ঘরবাড়ি, দোকানপাটে আগুন লাগিয়ে শত শত মুসলিমকে হত্যা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সাম্প্রদাায়ীক নরেন্দ্র মোদীকে সম্প্রীতির বাংলাদেশে আসতে দেয়া হবে না। শেখ হাসিনা সরকারের উচিৎ বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভাষা বোঝা এবং অনতিবিলম্বে মোদীর আমন্ত্রণ বাতিল করা।

এদিকে আজ শুক্রবার জুমার পর ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরে জেলা শাখা। শহরের ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুজিব সড়ক হয়ে প্রেস ক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা সভাপতি মুফতী মোস্তফা কামাল, দলটির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন সাকী, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হকসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, ভারতে মুসলমানের ওপর নির্যাতন, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগ এবং মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। ১৭ মার্চ বিমানবন্দরে কাফনের কাপড় পরে অবস্থান নিয়ে মোদীর আগমন প্রতিহত করার ঘোষণা দেন তারা।

অন্যদিকে আজ জুমার পর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখা।

দুপুর আড়াইটার দিকে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ তাজুল ইসলাম মোল্যা, জেনারেল সেক্রেটারি মাওলানা তসলিম হুসাইন, মো. আল-অমিন মোল্যা, মাওলানা আতাউর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা নূর ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণের বিরোধিতা করে বলেন, নরেন্দ্র মোদীকে দেওয়া দাওয়াত বাতিল করতে হবে। অন্যথায় ধর্মপ্রাণ মুসলমানরা তাকে প্রতিহত করবে।

এদিকে বিকেল ৩টার দিকে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা। এসময় শহরের হাটখোলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

মিছিলে ইসলামী আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের প্রায় ১০ সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। বিক্ষোভের আগে শহরের হাটখোলা জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *