Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > পুলিশের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে: ঝিনাইদহে আইজিপি

পুলিশের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে: ঝিনাইদহে আইজিপি

এপিপি বাংলা : পুলিশের ইন্সেপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে পুলিশ। পুলিশের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের সঙ্গে পুলিশের ব্যবহার হবে মধুর ও আন্তরিক। ইতিমধ্যে অনেক অপরাধ ঠেকিয়ে দেয়া সম্ভব হয়েছে।
সোমবার সকাল ১০টায় ঝিনাইদহের কোটচাঁদপুরে মডেল থানা ও পুলিশ ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের সক্ষমতার ওপর লক্ষ্য রেখে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে যে ভীতি রয়েছে, তা দূর করতে দেশের সব থানাকে গুরুত্ব দেয়া হয়েছে। থানায় কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের মানসিকতার পরিবর্তন করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, দেশের থানাগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে থানায় কী ধরনের ব্যবহার করা হচ্ছে, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। থানায় থানায় বীর মুক্তিযোদ্ধা নারী-শিশু-বৃদ্ধ-প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্ভিস ডেক্স করে নতুন করে সাজানো হচ্ছে।
পুলিশের সংস্কার কার্যক্রমে জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা যুক্তিপর্যায়ে বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে আইজিপি বলেন, বর্তমানে দেশে সাড়ে ৮০০ জনের মধ্যে একজন করে পুলিশ, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম।
সাইবারক্রাইম বিশ্বব্যাপী বড় সমস্যা মর্মে উল্লেখ করে তিনি বলেন, দেশে এ অপরাধ নিয়ন্ত্রণে জেলাপর্যায়ে সেল গঠন করা হয়েছে।
আইজিপি ভবন উদ্বোধন শেষে নতুন একটি অ্যাম্বুলেন্স ও একটি গাড়ির চাবি তুলে দেন কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলমের হাতে।
এর আগে থানা চত্বরে একটি নারিকেলগাছের চারা রোপণ করেন এবং নবনির্মিত ভবন ঘুরে দেখেন তিনি। ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে কোটচাঁদপুর মডেল থানা ও পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়েছে। ভবনটিতে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *