Thursday, December 7, 2023
Home > জাতীয় সংবাদ > ভারতীয় ভিসা বন্ধ

ভারতীয় ভিসা বন্ধ

এপিপি বাংলা : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৩ মার্চ থেকে নতুন করে বাংলাদেশিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১৩ মার্চ থেকে নতুন করে বাংলাদেশিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতীয় হাই কমিশন থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ওই বার্তায় বলা হয়, কভিড-১৯ রোগের বিদ্যমান সংক্রমণ বিবেচনায় ভারত সরকার দেশটিতে ভ্রমণের জন্য নির্দেশনা জারি করেছে। ১২ মার্চ বা তার আগে ভারতীয় হাই কমিশন বা সহকারী হাই কমিশনসমূহ দ্বারা প্রদত্ত সমস্ত বৈধ ভিসা ১৩ মার্চ সকাল ৬টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে। আর ১৩ মার্চ থেকে কোনো নতুন ভিসা দেওয়া হবে না।
এর আগে শুধুমাত্র কূটনৈতিক, সরকারি, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রোজেক্ট ভিসা ছাড়া বাকি সব ভিসা ১৩ মার্চ রাত ১২টা থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল দেশটি।
এ সময়ের মধ্যে যদি কোনো বিদেশি নাগরিককে ‘বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *