Wednesday, December 6, 2023
Home > জাতীয় সংবাদ > এতকিছুর পর কেন স্কুল বন্ধ হচ্ছে না: প্রশ্ন আসিফ নজরুলের

এতকিছুর পর কেন স্কুল বন্ধ হচ্ছে না: প্রশ্ন আসিফ নজরুলের

এপিপি বাংলা : দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত হওয়ার পরও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা না করায় সরকারের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
রোববার সকালে নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
আসিফ নজরুল বলেন, সরকারের ভেতরে বা তার ধারেকাছে থাকার সুবাধে কোটিপতি হওয়া ব্যক্তিদের অনেকের সন্তান পড়ে বিদেশে বা দেশের বিদেশি মানের স্কুলগুলোতে। ফুল অটোগাড়ি, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, স্কুলের পরিবেশ– সব মিলিয়ে তারা থাকে অনেক কম ঝুঁকিতে।
কিন্তু বাংলাদেশে আমজনতার বিপুলসংখ্যক সন্তান স্কুলে আসে গণপরিবহনে। স্কুলে থাকে না টয়লেট, হাত ধোয়ার পানি আর সাবানের
সুব্যবস্থা। স্কুলের সামনে ফেরি করা খাবার থাকে উন্মুক্ত ও নোংরা। ফলে এদের করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি।
ঢাবির এ অধ্যাপক বলেন, সরকারের এসব না জানার কথা নয়। প্রশ্ন হচ্ছে– তা হলে এতকিছুর পরও কেন স্কুল বন্ধ দেয়া হচ্ছে না? আমাদের শিশুদের এবং তাদের পরিবারগুলোকে এমন ঝুঁকির মুখে ঠেলে দেয়ার অধিকার কে দিয়েছে এ সরকারকে?
তিনি আরও বলেন, কেউ কেউ কিন্তু এর সঙ্গে ১৭ মার্চ পালনের কোনো সম্পর্ক আছে কিনা এ নিয়ে সন্দেহ করছে। যদি সত্যি তা হয়, তা হলে এটি হবে বঙ্গবন্ধুরই জীবনাদর্শনের চূড়ান্ত অবমাননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *