Saturday, December 2, 2023
Home > আঞ্চলিক সংবাদ > করোনা ভাইরাসের সচেতনতা ক্যাম্পেইনের মাধ্যেমে স্মাইল ফতুল্লা শাখার যাত্রা শুরু

করোনা ভাইরাসের সচেতনতা ক্যাম্পেইনের মাধ্যেমে স্মাইল ফতুল্লা শাখার যাত্রা শুরু

 

খাদিজা আক্তার ভাবনাঃ করোনা ভাইরাস বিশ্বব্যাপী এক আতংকের নাম । এই ভাইরাসের সংক্রামনে এ যাবত সারাবিশ্বে অনেকেই প্রান হারিয়েছে ।

এ ভাইরাস মাহামারী আকারে সারাবিশ্বে ছড়িয়ে পড়ার আশংকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ ভাইরাসের ব্যাপারে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে , এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি ।

তাই আপাতত এই ভাইরাস মোকাবেলায় নিজেকে সচেতন রাখাই আপাতত আমাদের এই ভাইরাস প্রতিরোধে শ্রেষ্ঠ উপায় ।

আর সেই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শাখার উদ্যোগে বুধবার ১৮ মার্চ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাক্স বিতরন করেছে ফতুল্লার বিভিন্ন জনবহুল পয়েন্টগুলোতে।
উক্ত সচেতনতা মুলক প্রোগ্রামের মধ্যে দিয়ে স্মাইল ফতুল্লা শাখার যাত্রা শুরু।

এসময় স্মাইল ফতুল্লা শাখার সদস্যরা করোনা ভাইরাস সংক্রামনের কারণ , লক্ষণ এবং প্রতিকার এর বিভিন্ন দিক জন সাধারন এর মাঝে তুলে ধরে মাইকিং এবং লিফলেট ও মাক্স বিতরন করেছে ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, সহ- সভাপতি জেলা ছাত্রলীগ।

উক্ত প্রোগামে আরো ছিলেন স্মাইল নারায়নগঞ্জ জেলার সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মুন্না , কো-অর্ডিনেটর তারেকুর রহমান , সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শুভ , মহিলা বিষয় সম্পাদক- খাদিজা আক্তার ভাবনা,
ফতুল্লা শাখার সাদমান সোহাগ, জিহাদ,ফাহিম চৌধুরী, মামুন,তানজিম,রাহাত,রিয়া।

এছাড়াও নারায়ণগঞ্জ শাখা থেকে নুসরাত মিম,মুসকান,নাফিসা নুর,জসিম,শফিক,বিপ্লব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *