খাদিজা আক্তার ভাবনাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে ১০০টি গাছ লাগানোর কর্মসূচি পালিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।১৯ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি এ কর্মসূচি উদ্বোধন করেন।
এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষ দোয়া ও মিলাদ মাহফিল করেন।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পাল, আবুল হোসেন প্রমুখ।