Wednesday, October 4, 2023
Home > আন্তর্জাতিক > করোনাভাইরাস: ইতালিতে প্রতি দুই মিনিটে একজন রোগী মরছেন

করোনাভাইরাস: ইতালিতে প্রতি দুই মিনিটে একজন রোগী মরছেন

এপিপি বাংলা : করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালিকে ধ্বংস করে দিচ্ছে। দেশটিতে প্রতি দুই মিনিটে একজন করে রোগী মারা যাচ্ছেন।
শনিবার কোভিড-১৯ রোগে আক্রান্তে হয়ে ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার ভয়াবহ দৃষ্টান্ত হচ্ছে এই সংখ্যা।
এতে গড়ে প্রতি ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হচ্ছে। ব্রিটিশ ডেইলি মিররের খবরে এমন তথ্য জানা গেছে।
ইতালিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চার হাজার ৮২৫ রোগী মারা গেছেন। গত বছরের শেষ দিনে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে এই ভাইরাসের উদ্ভব ঘটে।
ইতালিতে শনিবার পর্যন্ত সর্বমোট ৫৩ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবারে যে সংখ্যাটা ছিল ৪৭ হাজার ২১ জন।
দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লম্বার্ডি অঞ্চলে। সেখানে কোয়ারেন্টিনের পদক্ষেপ বাস্তবায়ন করতে সেনা মোতায়েন করা হয়েছে।
লম্বার্ডিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫১৫ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৯৫ জনের।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *