Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > মেয়র জাহাঙ্গীর আলমের করোনা শনাক্তে ১০ হাজার কিট আমদানী

মেয়র জাহাঙ্গীর আলমের করোনা শনাক্তে ১০ হাজার কিট আমদানী

এপিপি বাংলা : মহামারি রোগ করোনা ভাইরাস শনাক্ত করণ ১০ হাজার কিট আমদানী করা হচ্ছে বলে জানিয়েছেন  গাজীপুর সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। রোববার (২২ মার্চ) দুপুরে নগরীর গাছায় সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে করোনা সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মেয়র।
তিনি বলেন, ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে কিছু কিট আনা হয়েছে। বিভিন্ন দেশ থেকে আরও কিট আনার চেষ্টা করছি। আজও ১০ হাজার কিট অর্ডার করেছি। মাত্র চারটি দেশে বিমান চলাচল করায় কন্টেইনারের মাধ্যমে এসব কিট আমদানির চেষ্টা করছি।
করোনা মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক ৬৩টি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক তারা কাজ করবে। গাজীপুরে ২২ লাখের মতো পোশাক শ্রমিক রয়েছে জানিয়ে তিনি শিল্প মালিকদের উদ্দেশে বলেন, কোনও শ্রমিকের প্রাথমিকভাবে জ্বর, ঠান্ডা লাগলে তাকে যেন ছুটি দেওয়া হয়। শ্রমিকদের বাসায় অবস্থান নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের সঙ্গে সিটি করপোরেশনও সহযোগীতা করবে। একই সঙ্গে তিনি পোশাক শ্রমিকদের অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার আশ্বাসও দেন।মেয়র আরো বলেন,সরকারের নিয়মনীতি মেনে চলার জন্য সবার কাছে অনুরোধ করছি। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান ও দেশকে বাঁচান।মতবিনিময় সভায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান, গাজীপুর  সড়ক পরিবহনের সভাপতি সুলতান আহমেদ সরকার,গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর সভাপতি মোঃ মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাস্টার, গাজীপুর ইসলামিক ফাউণ্ডেশন এর সভাপতি, গাজীপুর ওলামা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, গাজীপুর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *