এপিপি বাংলা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে ফার্মেসী ,কাচাঁমাল পন্য ও মুদি দোকান ব্যতিত অন্যান্য দোকানা খোলা রেখে সংক্রমন ছড়ানোর হচ্ছে কিনা সরেজমিনে দেখতে ও সচেতন করতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী, চান্দুরা ডাকবাংলা, শ্যামলীঘাট, ও বুধন্তী ইউনিয়নের বুধন্তী বাজার,ইসলামপুর বাজার,সাতর্বগ বাজারসহ বিভিন্ন বাজার, মোড়, রাস্তাঘাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেষ্ট মেহের নিগার।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেষ্ট মেহের নিগার বলেন দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় নজরুল,পিতা- রতন,যাত্রাবাড়ির।সরকারের আদের্শ অমান্য করে সে গাড়ী নিয়ে (গণপরিবহন) সিলেট হতে ঢাকা যাচ্ছিল। তাই তাকে ১০০০/ টাকা জরিমানা করা হয়।এবং চান্দুরা ও বুধন্তী ইউনিয়নের বিভিন্ন জায়গা সরেজমিনে ঘুরে দেখছি।যদি কেউ সরকারের নির্দেশ অমান্য করে তাহলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমান করা হবে। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।