এপিপি বাংলা : আজ শুক্রবার পবিত্র জুম্মার দিনে সুহিলপুর ইউনিয়ন এর ঘাটুরা গ্রামের ৮ নং ওয়ার্ড এর অসহায়, গরীব, হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল তেল, সাবান,ও নগদ টাকা (আর্থিক) সহযোগিতা করেন সুহিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর মেম্বার, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন খন্দকার।
এসময় মহসিন খন্দকার বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব আজ এক কঠিন সময় পার করছে।বিশ্বের সব জায়গা লক ডাউন হয়ে গেছে।বাংলাদেশের এই ভাইরাসে আক্রান্ত।তাই প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবাইকে ঘরে থাকার অনুরুধ করেছেন। এবং নেতাকর্মীদের কে জনগনের পাশে থাকার নির্দেশ প্রদান করেন। এই সময় খেটে খাওয়া মানুষ,দিনমজুর, হতদরিদ্ররা ঘরে বসে থাকার কারনে তাদের কাজ নেই।জমানো টাকাও তাদের থেমন নেই। তাদের খাদ্য সংকট দেখা দেবার আশংকা রয়েছে।তাই প্রিয় নেত্রীর নির্দেশ ও প্রিয় রবিউল ভাইয়ের আহবানে আমি আমার সুহিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানুষদের মাঝে ১২/১৪ জন যেনে ঘরে বসে থাকলে খাদ্য অভাবে না পরে সেই পরিমাণ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছি।এবং কিছু নগদ টাকা দিয়েছি যেন সবজি,মাছ বা জরুরী কাজে খরচ করতে পারে।
আমি আশা করব সকল বৃত্তবানরাও এই দূর সময়ে এগিয়ে আসবে জনগনের পাশে যার যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।