নিজস্ব প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম জাতির এই ক্রান্তিকালে দেশ তথা গাজীপুরের সকল চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মী এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য হাসপাতালে পিপিই (রিইউজেবল), থার্মাল স্ক্যানার, ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার গ্লাস হ্যান্ড গ্লাভস সহ যাবতীয় উপকরণ প্রদান করে আসছেন।

মানবিক মেয়র অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের চীন থেকে আমদানিকৃত করোনা ভাইরাস প্রতিরোধের যাবতীয় সামগ্রীর চতুর্থ চালান আজ এসে পৌছেছে। উল্লেখ্য, গাজীপুরের মানবিক মেয়র এডঃ মোঃ জাহাঙ্গীর আলম করোনা মোকাবেলায় সাধারন মানুষের জন্য চীন থেকে ৩০ হাজার কীট, ১০ লাখ মাস্ক,৮ হাজার পিপিই নিজ উদ্যেগে নিয়ে আসছেন,তারই ধারাবাহিকতায় চতুর্থ চালানটি আজ বিমান বন্দর হয়ে তার গাজীপুরের বাসায় এসে পৌছালো।
এছাড়া গাজীপুর সিটির বাসিন্দাদের জন্য ৫ হাজার বেসিন বসিয়েছেন এবং এসব তদারকি করার জন্য সিটি করপরেশনের হাজার হাজার কর্মীরা সেবা দিয়ে যাচ্ছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য জরুরী এম্বুলেন্স সার্ভিস সহ ৫০ হাজার হতদরিদ্র মানুষকে খাবার দেয়ার প্রস্তুতিও চলছে৷