খাদিজা আক্তার ভাবনাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ আদর্শনগর এলাকায় এক দোকানদার কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, বুধবার ০১/০৪/২০২০ সকাল আনুমানিক ১০.৪৫ মিনিটের এ ঘটনা ঘটে।
নিহতের নাম,শরিফ (৩০) সে আদর্শনগর এলাকার আলাল মাতবরের ছেলে বলে জানা গেছে।
মৃত শরিফের এলাকায়,(বৃষ্টি ইলেকট্রনিক্স) টিভি,ফ্রিজ বিক্রি করার দোকান চালাতেন।
মৃত শরিফের স্বজনরা জানান আদর্শ নগর এলাকার কিছু ছেলেদের সাথে শরিফের পূর্ব শত্রুতা ছিলো, সেই শত্রুতার জের ধরেই তাকে দিনে-দুপুরে কুপিয়ে খুন করা হয়েছে।
শরিফের খালাত ভাই মেহেদী হাসান বলেন, শরিফের সাথে এলাকায় শাকিল,লালন, এর আগে থেকেই ঝামেলা চলছিল তার পরেও শাকিল,লালন আরও কিছু ছেলেপেলে মিলে কয়েক মাস আগে ঝামেলা করেছিল,সেই ঝামেলা এলাকার চেয়ারম্যান-মেম্বাররা বিচার শালিশে বসে মিল মিট করিয়ে দিয়েছিল।
এই কীশোর গ্যাংয়ের শাকিল, লালন আরও ৭/৮ জন ছেলেপেলেরাই সব সময়েই সন্ত্রাসী কর্মকান্ড করে, পাশাপাশি মাদক ব্যবসাও করে।
আর শেল্টারদাতা হলেন কাশিপুর এলাকার ৭ নং ওয়ার্ডের মেম্বার শামিম, এই বলে স্বজনরা অভিযোগ করেন।
এ বিষয় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, দেওভোগ আদর্শনগর এলাকায় যুবককে কুপিয়ে হত্যার খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি,লাশ মর্গে পাঠানো হয়েছে, এলাকায় কিছু ছেলেদের সাথে নিহতের পূর্ব শত্রুতা ছিল বলে জানা গেছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।