বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামের মোঃ জাকির হোসেন নামে একজন ব্যক্তির শরিলে করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট পাওয়া যাওয়ায়। হরষপুর ইউনিয়নের সোনামুড়া, পাঁচগাও, বাগদিয়া, কৈছাপুরা গ্রাম কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। উক্ত এলকার জন সাধারন এই ঘোষনার পর থেকে থেকে এক গ্রাম হতে অন্যগ্রামে প্রবেশ করতে পারবে না এবং অন্য গ্রাম হতে এ গ্রাম গুলোতে প্রবেশ করতে পারবেন না। এ আইন কেহ অমান্য করলে তাহার বিরোদ্ধে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে বলেও উপজেলা প্রশাসন নির্দেশ প্রদান করেন।
কিন্তু কে মান কার কথা গতকাল হরষপুর দেওয়ানবাজারে সাপ্তাহিক বাজার থাকায় করোনা আক্রান্তের গ্রাম পাঁচগাওসহ লকডাউনের আওতাধীন ৪ গ্রামের মানুষ বাজার করতে এসে কয়েক গ্রামের মানুষের সাথে মিলে মিশে একাকার।একজনের শরীরের সাথে অন্যজনের শরীরের স্পর্শ সহ গাদাগাদি করে বাজার করতে দেখা যায়। অনেক জায়গা এই সব ঝুঁকিপূর্ণ গ্রামের লোকজন অন্যান্য গ্রামের লোকজনের সাথে খোশগল্পে মেতে থাকতে দেখা যায়।
এমন ঝুঁকিপূর্ণ এলাকার সাপ্তাহিক বাজার থাকলেও প্রশাসনের কোন টহল দেখা যায়নি।
আজ সকালে পাঁচগাও বাজারে চা স্টলসহ বিভিন্ন দোকানে আড্ডারত অবস্থা অনেককে খোশগল্পে মেতে থাকতে দেখা যায়।
এই গ্রামগুলোর জন্য উপজেলা প্রশাসনের নির্দেশে গ্রাম পুলিশ সর্তকতা মূলক ব্যানার লাগানোর সময় হরষপুর ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্র উদ্যোক্তা নাহিদ খাঁন ছবি তোলার কারণে তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা ও উসকানিমূলক কথা বলতেও কিছু লোককে শুন যায়।
পাঁচগাও গ্রামের আওয়ামীলীগ নেতা ও স্থানীয় ব্যবসায়ী হুসাইন মোহাম্মদ দুলাল বলেন আমি বাজারে মাঝে মধ্যে যায়।তেমন মানুষ বা দোকান খুলা দেখি না।তুমি দেখলে কেন আড্ডা দিচ্ছে জিজ্ঞাসা করে যাও।বা প্রশাসনকে বল।শুধু পাঁচগাও বাজারে কেন? এই গ্রামগুলোর মানুষ অবাধে নিদারাবাদ বাজারসহ বিভিন্ন জায়গা যাচ্ছে। সেটা দেখ না?

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম বলেন পুলিশের টহল অব্যাহত রয়েছে।যদি কেউ নিয়মের ব্যত্যয় ঘটায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপার উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নির্দেশনা প্রদান করা হয়েছে।বাজার খোলা জায়গা স্থানান্তর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সীমিত জনবল নিয়ে সব জায়গা সব সময় নিয়ন্ত্রণ করা সম্ভবনা। স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মহল সঠিক ভুমিকা রাখলে অনেক কিছু সহজ ও ভাল ভাবে চলবে বলেও তিনি জানান।