বিজয়নগর প্রতিনিধি : বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারি গন জমায়েত এড়িয়ে চলা ও ঘরে থাকার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। তারই অংশ হিসেবে সন্ধ্যা ছয়টার পর কোন দোকান খোলা রাখার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই নিয়ম না মেনে সন্ধ্যার পরে দোকান খোলা রাখার কারনে ও মূল্য তালিকা না থাকায় চান্দুরা পাঁচটি দোকানকে মোট ২৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার জানান সরকারের নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৬ টার পরে দোকান খোলা রাখা ও মূল্য তালিকা না থাকায় উপজেলার চান্দুরা বাজারে পাঁচটি দোকানকে ২৫০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।