বিজয়নগর প্রতিনিধি: ভারত থেকে ১০ বাংলাদেশী যাত্রী আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় তাদেরকে আখাউড়া স্থলবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আজ বৃহঃবার দুপুরে ভারত থেকে আখাউড়া স্থালবন্দর দিয়ে প্রবেশ করা ১০ বাংলাদেশীকে জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার।পরে তাদের থাকা, খাওয়া ও চিকিৎসা সার্বিক খুঁজখবর নেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার বলেন ভারত থেকে আগত ১০ জন বাংলাদেশীকে আজ আখাউড়া স্থালবন্দর দিয়ে প্রবেশ করায় তাদের রিসিভ করে নিয়ম অনুযায়ী তাদের কে জেলার নির্ধারিত বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখা হয়েছে।তাদের থাকা, খাওয়া,চিকিৎসার সার্বিক বিষয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।