বিজয়নগর প্রতিনিধি : আজ বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের করোনা ভাইরাস মোকাবিলা নিম্ন আয়ের কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় হতদরিদ্র ৩৪ টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ জিয়াউল হক বকুল, ইছাপুরা ইউনিয়নের ট্যাগ অফিসার,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনসুন আহাম্মদে, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইসহাক সরকার, উদ্যোক্তা সঞ্জয় বিশ্বাস প্রমুখ।
ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল জানান করোনা ভাইরাস মোকাবিলা নিম্ন আয়ের কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে ২য় পর্যায়ে হতদরিদ্র পরিবারের জন্য ৩ টন চাল এর সাথে নগর ১০ হাজার টাকা বরাদ্দ এসেছে।সেই বরাদ্দকৃত চাল আগেই উপজেলার প্রশাসনিক কর্মকতাদের সাথে নিয়ে বিতরণ করা হয়েছি।আজ ৩৩ জনের মাঝে ৩০০ টাকা করে ৯৬০০ ও এক জনকে ৪০০ টাকা মোট ৩৪ জনের মাঝে ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বিজয়নগর ইছাপুরায় হতদরিদ্র মাঝে নগদ অর্থ বিতরণ
