মুহাম্মদ রফিকুল ইসলামঃ- বৈশ্বিক মহামারী অদৃশ্য করোনা ভাইরাসের আগ্রাসনে যখন পৃথিবী বিস্মিত। বিশ্বব্যাপী যখন চলছে অঘোষিত যুদ্ধ। শত চেষ্টার পরেও যখন থামানো যাচ্ছে না লাশের মিছিল। মহামারী থেকে বেচে থাকার উপায় হিসেবে বিশ্বের ০২ (দুই) শতাধিকেরও অধিক রাষ্ট্রে চলছে লকডাউন। গত ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে সরকারের নির্দেশনায় বাংলাদেশ কেও এই লকডাউনের আওতায় আনা হয়েছে। এতেকরে দেশের সকল শপিংমল ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গুলো সহ যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষ গুলো সহ মধ্যবিত্ত পরিবার গুলো চরম বিপাকে পড়েছে। আসছে রমজান মাস কে কেন্দ্র করে দেশের খেটে খাওয়া মানুষ গুলো সহ মধ্যবিত্ত মানুষের পাশে দাড়াতে গত ০১ এপ্রিল দেশের একমাত্র সুফিবাদে বিশ্বাসী অহিংস রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একটি যুগান্তকারী কর্মসূচী ঘোষণা করে। এ উপলক্ষে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ হুজুরকে আহবায়ক ও অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী হুজুরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট “সহায়তা তহবিল” নামে একটি উপকমিটি গঠন করা হয়। কর্মসূচীর আওতায় রয়েছে রমজানে ইফতার ও সেহরীর প্রয়োজনীয় জরুরী খাদ্য সামগ্রী বিতরণ।বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এ যুগান্তকারী ঘোষিত কর্মসূচীটি আগামীকাল ২৩ শে এপ্রিল থেকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এ ত্রাণ বিতরণের আওতায় বোয়ালখালী উপজেলার ৩০০ পরিবারের মাঝে রমজানের ইফতার ও সেহরীর প্রয়োজনীয় জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ শুরু
