বিজয়নগর প্রতিনিধি : বৈশ্বিক করোনা ভাইরাস সংকট মোকাবিলায় বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় কর্তৃক সরবরাহকৃত সরকারি এাণ (জিআর) হিসেবে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার চান্দুরা ইউনিয়ন পরিষদে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান এর উপস্থিতিতে চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম শামীমুল হক চৌধুরী তার পরিষদের সদস্যদের নিয়ে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে ১০ কেজি করে চাল ও নগদ টাকা বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান,চান্দুরা ইউনিয়নের ট্যাগ অফিসার প্রমুখ।