বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলার সিংহ পুরুষ বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী (সেলিম চেয়ারম্যান) বুধবার রাত সারে ১০ টায় তিনি ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্ততেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।সে ৩ ছেলে,আত্বিয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সেলিম চৌধুরী ঢাকার সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি ছিলেন। ছিলেন সাবেক পাঁচ বারের চেয়ারম্যান চান্দুরা ইউনিয়ন পরিষদ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। সাবক সভাপতি- বিজয়নগর উপজেলা বাস্তবায়ন কমিটি। সাবেক সভাপতি- দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তিনি একবার জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অনেক সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন কাজের সাথে জরিত ছিলেন।
তাহার জানাযা ও দাফনকাজের ব্যাপারে পরিবার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।পরবর্তীতে সিদ্ধান্ত হবে বলে পরিবার সূত্রে জানা যায়।