বিজয়নগর প্রতিনিধি : বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, কুয়েত অ্যাম্বাসেডর গ্রুপ অব কোম্পানীর এবং কুয়েত – বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান -মোঃ লুৎফর রহমান এর প্রতিষ্ঠিত লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৈশ্বিক করোনা ভাইরাস সংকট মোকাবিলায় কর্মহীন বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে আজ সোমবার মানবিক সাহায্য হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করছেন ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান।
লুৎফর রহমান ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান বলেন বিশ্বব্যাপী করোনা ভাইরাস মোকাবিলা কর্মহীন মানুষের মাঝে আমার স্বামীর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন পক্ষ থেকে বিজয়নগর উপজেলাবাসীর কাছে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। তারেই অংশ হিসেবে আজ পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করছি। এর আগেও কয়েকটি ইউনিয়নের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।সামনের দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত থাকব।
এই সময় লুৎফর রহমান ফাউন্ডেশন নেতৃবৃন্দ, সেচ্ছাসেবকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।