বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার পাহাড়পুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে পাহাড়পুর ইউনিয়নর পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর মাধ্যমে প্রধানমন্ত্রী পুষ্টিকর শিশু খাদ্য বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় নির্বাচনীয় এলাকার সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির স্থানীয় সহকারী একান্ত সচিব (এপিএস) এইচ এম মাহবুব হোসেন।এসময় উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ বাহার ভুইয়া, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এসময় কর্মহীন নিম্ন আয়ের অসহায় ১০ জন মা’র মাঝে পুষ্টিকর শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
পাহাড়পুর ইউনিয়নর পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, করোনা ভাইরাস মোকাবিলা বিশ্বাব্যাপী মানুষ আজ ঘরে বসে রয়েছে।তার জন্য আমাদের প্রধানমন্ত্রী প্রিয় নেত্রী শেখ হাসিনা যেমন নিম্ন আয়ের কর্মহীন সব ধরনের পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন। তেমনি সে শিশুদের খাদ্যসংকটের কথা চিন্তা করে পুষ্টিকর শিশু খাদ্য গরীব,অসহায় কর্মহীন মা’র হাতে আমাদের মাধ্যমে পৌছে দিচ্ছেন। আজ ১০ জন মা’র হাতে পুষ্টিকর শিশু খাদ্য তুলে দিচ্ছি। এর আগেও দিয়েছি। আগামী দিনেও আরো শিশুদের পুষ্টিকর খাদ্য আসছে। সেই বিতরণ যেন যথাযথ ভাবে হয় সেই কাজে তদারকি করার জন্য আমাদের প্রিয় অভিভাবক, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি স্থানীয় এপিএস এইচ এম মাহবুব হোসেনসহ বিভিন্ন সিনিয়র নেতাকর্মী ও ওনার নিজেস্ব লোকজনকে বিভিন্ন জায়গা পাঠাচ্ছেন।এলাকার মানুষের খুঁজখবর রাখছেন।