বিজয়নগর প্রতিনিধি : করোনা ভাইরাস মহামারীর এই আপদকালীন সময়ের র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এম পি পক্ষ থেকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এক হাজার পরিবারের মাঝে মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ অলি আহাম্মদ।
পবিত্র মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ কাজে বিশেষ দোয়ার মাধ্যমে উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এডঃ তানভীর ভূঁইয়া সাধারণ সম্পাদক বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ।
এছারাও উপস্থিতি ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের পর পর তিন বার নির্বাচিত সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্থানীয় সহকারী একান্ত সচিব (এপিএস) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের পর পর তিন বার নির্বাচিত সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকার সহকারী একান্ত সচিব (এপিএস) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবু মুছা আনসারী, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুল হাই মাষ্টার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর ইসলাম ফালু বিজয়নগর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুুুুুক্তিযোদ্ধা মোঃ দবির আহমেদ ভূঁইয়া, আউলিয়া বাজার কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মেম্বার ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী আব্দুল জাহার- এছারাও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক গণ ও এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ অলি আহাম্মদ বলেন, আমার প্রিয় অভিবাবক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষ থেকে পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এক হাজার পরিবারকে পবিত্র মাহে রমজান মাসে উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিয়েছি।এই কাজে সহযোগিতা করার জন্য বিশেষ কৃতজ্ঞতা রইল “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” এর সকল সদস্য সহ সকলকে।পাশাপাশি সকলকে বলব,আমরা কেউ যেন ঘরের বাইরে না যাই, আমরা রমজান মাসের রোজা রাখি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বেশি বেশি কোরআন তেলওয়াত করি আল্লাহর কাছে মাফ চায় একমাত্র ওনি পারেন আমাদের এই মহামারী থেকে রক্ষা করতে। আমিন।