বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কর্মহীন হয়ে পরা ঢোলি- বাদক,বেদে পল্লী সহ বিভিন্ন পেশার অসহায় ৫৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিলেন উপজেলা প্রশাসন।
সারা বিশ্বের ন্যায় চলমান মহামারী করোনার থাবা থেকে রক্ষা হয়নি বাংলাদেশেরও সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাও এই মহামারীর হাত থেকে রক্ষা পায়নি।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর মানবিক সহায়তায় বিজয়নগরে বিভিন্ন পেশার কর্মহারা মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন।
আজ ৩০ এপ্রিল রোজ বৃহস্পতিবার উপজেলার চান্দুরা বেদে পল্লী,ঢোলি -বাদক সহ মোট ৫৫টি অসহায় ও কর্মহীন লোকদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তৃণমূল পর্যায় যারা কর্মহীন হয়ে পরেছেন তাদের নিকট এই ত্রাণ সামগ্রী গুলো পৌছানো হচ্ছে।এসময় তিনি আরো বলেন,আমরা আপনাদের পাশে আছি আপনারা সকলে ঘড়ে থাকুন। আপনারা সবাই সরকারের নির্দেশনা মেনে চলুন।আল্লাহর উপর ভরসা রাখুন।