ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অনেক রোগী ১৪ দিন থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি যাচ্ছে।
এই পর্যন্ত প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ভারত থেকে ও জেলার বাহির থেকে আসছি ১০৩ ভর্তি হয়েছিল।১৪ দিন থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছে ৭০ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৩৩ জন। বিজয়নগর উপজেলার সর্বমোট করোনা ভাইরাস পরিক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে ১১৪ জনের তার মধ্যে ৯৪ জনের রিপোর্ট আসলেও ২০ জনের রিপোর্ট আসার অপেক্ষা রয়েছে।এর মধ্যে করোনা ভাইরাস মোকাবিলা করতে গিয়ে ৩ জন ডাক্তার,৩ জন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছে।এছারাও এই উপজেলার আরো ৪ জন আক্রান্তের রিপোর্ট পজিটিভ এসেছে।পজিটিভ দের মধ্যে একজন ডাক্তার সহ মোট তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ মোঃ আশরাফুল আলম জানান, বাহ্মনবাড়িয়া জেলার একমাত্র সরকারী কোয়ারান্টাইন এর চিত্র হল
সারা বিশ্বের নোবেল করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসিকতায় এবং সার্বিক নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদিষ্ট হইয়া গত ৮ ই মার্চ ২০২০ইং তারিখে প্রাক্তন সিভিল সার্জন ও উপপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, জনাব,ডাঃ মোঃ শাহ আলম মহোদয় ব্রাক্ষণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টার ৫০ শয্যা বিশিষ্ট বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে প্রস্তাব করায় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় এবং গত ৭ এপ্রিল ২০২০ ইং তারিখ থেকে ভারত থেকে আসা বাংলাদেশী নারায়ণগঞ্জ ঢাকা থেকে আসা অধ্যবধি পর্যন্ত বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোট ১০৩ জনকে ভর্তি করা হয়। অত্র উপজেলা থেকে মোট নমুনা সংগ্রহ ১১৪ জনের এর মধ্যে ৯৪ জনের বাকি রিপোর্টগুলো পাওয়ার অপেক্ষার এর মধ্যে ১০ জন কোভিট/১৯ পজেটিভ এবং ৮৪ জন কোভিট/১৯ নেগেটিভ আসে। ১০ জনের মধ্যে ৩ জন ডাক্তার ৩ জন স্বাস্থ্য কর্মী। পজিটিভ দের মধ্যে একজন ডাক্তার সহ মোট তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। এবং অদ্য পর্যন্ত অত্র সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন থেকে সুস্থ হয় ছাড়পত্র নিয়ে গেছে ৭০ জন এবং বর্তমানে অত্র কোয়ারান্টিনে আছেন ৩৩ জন সরকারের সার্বিক সহযোগিতায় বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাহ্মনবাড়িয়া জেলার একমাত্র সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন সেন্টার সফলতার সাথে পরিচালিত হচ্ছে।