আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ নাসিরনগরে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন,খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৩টি উনিয়নের উম্মুক্ত পদ্ধতিতে ওই বাছাই অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১ হাজার ১১৩ জন প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ২৬ টাকা প্রতি কেজি দরে ২২২৫ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে লটারির মাধমে বাছাই পরিচালনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা(খাদ্য) মোঃ সোলাইমান মিয়া।এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে লটারী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিম্ময় কর,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরসহ সরকারি কর্মকর্তা,সাংবাদিক,কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
নাসিরনগরে বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই
