বিজয়নগর প্রতিনিধি : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন অসহায় পরিবারের ছাত্রছাত্রীদের জন্য উপজেলার ৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ জনের মাঝে বিজয়নগর উপজেলা প্রশাসন পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলার সামনে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। এই ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসারের সিএ মোঃ কামরুল ইসলাম প্রমুখ।