Thursday, December 7, 2023
Home > আন্তর্জাতিক > মালয়েশিয়া শ্রমিকদের পাশে প্রতিমুহূর্তে মালয়েশিয়া কেন্দ্রিয় শ্রমিকলীগ

মালয়েশিয়া শ্রমিকদের পাশে প্রতিমুহূর্তে মালয়েশিয়া কেন্দ্রিয় শ্রমিকলীগ

এপিপি বাংলা : করোনা ভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া বাংলাদেশী শ্রমিকদের পাশে প্রতি দিন খাদ্যসামগ্রী, চিকিৎসা সামগ্রী, স্যানিটাইজার সামগ্রী ও সচেতনতা করে ব্যস্ত সময় অতিবাহিত করছেন মালয়েশিয়া কেন্দ্রিয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

করোনা ভাইরাস মোকাবিলার প্রথম দিকে লিফলেট দিয়ে বাংলাদেশী শ্রমিকদের সচেতন করেন,তার পরে হ্যান্ডওয়াস, গ্লাভস, মাস্ক,স্যানিটাইজার দিয়ে সচেতনতা কর্মসূচী মাধ্যমে মালয়েশিয়া শ্রমিকলীগের কার্যক্রম পরিচালনা করেন।

কর্মহীন ভাবে মালয়েশিয়া বসবাসরত বাংলাদশীরা দিনের পরে দিন যখন গৃহবন্দী থেকে খাদ্যসংকটের পরছিল তখন মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একাদিক টিম করে তাদের খুঁজে খুঁজে অনাহারে খাদ্যসংকটের গৃহবন্দী থাকা প্রবাসী বাংলাদেশীদের খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে দাড়ান।

জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সেলিম মিয়া জানান,কভিড-১৯ করোনা ভাইরাস এ মালয়েশিয়ায় চলমান লকডাউনে প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সংকট এ খাদ্য সহায়তার ধারাবাহিকতায় গতকাল ও আজ গোম্বাগ, পুচং, কেপং, সেরি ইমাস কন্ডোমনিয়াম এলাকায় বেশ কিছু যায়গায় অতি অসহায় কিছু প্রবাসীদের খাদ্য সহায়তা করেন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

এর আগে করোনা ভাইরাস মোকাবিলার প্রথম দিকে আমরা শ্রমিকলীগের পক্ষ থেকে লিফলেট দিয়ে বাংলাদেশী শ্রমিকদের সচেতন করি,তার পরে হ্যান্ডওয়াস, গ্লাভস, মাস্ক,স্যানিটাইজার দিয়ে সচেতনতা কর্মসূচী মাধ্যমে মালয়েশিয়া শ্রমিকলীগের কার্যক্রম পরিচালনা করে এখন অনেক দিন যাবত মালয়েশিয়া বাংলাদেশী কর্মহীন গৃহবন্দী থাকায় শ্রমিকরা খাদ্যসংকট শুরু হয়েছে।তাই এখন খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছি।আমরাই মালয়েশিয়া শ্রমিকলীগ প্রথম শ্রমিকদের পাশে দাড়ায়।তার পরে বিভিন্ন কমিউনিটি শ্রমিকদের পাশে দাড়ানো শুরু করেছে।কিন্তু তা বাংলাদশী শ্রমিকদের জন্য যথেষ্ট হচ্ছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *