Thursday, December 7, 2023
Home > জাতীয় সংবাদ > ২৮৮৪ জনের তালিকা থেকে প্রথম দফায় ১৭০ কারাবন্দির মুক্তি

২৮৮৪ জনের তালিকা থেকে প্রথম দফায় ১৭০ কারাবন্দির মুক্তি

এপিপি বাংলা : করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দেশের কারাগারগুলোতে কয়েদির সংখ্যা কমাতে দুই হাজার ৮৮৪ জনের তালিকা করেছে সরকার। এদের মধ্যে শনিবার (২ মে) প্রথম দফায় মুক্তি পেয়েছে ১৭০ জন কয়েদি। বাকিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।
কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রায় তিন হাজার বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্রিয়ার প্রথম ধাপে মুক্তি দেওয়া হলো ১৭০ জনকে।
ঢাকা বিভাগের জেলার মাহবুবুল ইসলাম জানান, ঢাকা জেল থেকে ৬ জন সাজাপ্রাপ্ত কয়েদি মুক্তি পেয়েছে। বাকিরা অন্য কারাগার থেকে মুক্তি পেয়েছে।
কারা অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের কারাগারগুলোতে প্রায় ৯০ হাজার কারাবন্দি রয়েছে। লঘুদণ্ডে দণ্ডিত দুই হাজার ৮৮৪ জনের তালিকা করা হয়েছে। তাদের কারাদণ্ড মাফ করে মুক্তি দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *