Friday, December 1, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নিহত পুলিশ সদস্য ইমন এর পরিবারের পাশে গরীবের ডাঃ জুয়েল আহমদ

নিহত পুলিশ সদস্য ইমন এর পরিবারের পাশে গরীবের ডাঃ জুয়েল আহমদ

 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,জেলা প্রতিনিধি মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন এর খলিলপুর গ্রামের পুলিশ সদস্য নিহত ইমনের কবর জিয়ারত ও তার পরিবার কে সামান্য খাদ্য সামগ্রী উপহার দিলেন গরীবের ডাক্তার জুয়েল আহমদ।

আজ সোমবার ডাঃ জুয়েল আহমদ নিহত পুলিশ সদস্য ইমন এর বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন। তারপর ইমন এর পরিবারের অবস্থা সম্পর্কে জানার জন্য গরীবদের ডাক্তার জুয়েল আহমদ নিহত ইমন এর মায়ের সাথে কথা বলেন। তিনি বলেন ইমন মারা যাবার পর থেকে বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে, খুব কষ্টে দিন কাটাচ্ছি এ কথা শুনে গরীবের ডাঃ জুয়েল আহমদ উনাকে শান্তনা দেন এবং বলেন আমি আসলে আপনার কথা শুনে নিজেই স্তব্ধ হয়ে গেছি কি বলব বুঝতে পারছিনা। আমি আমার পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সামগ্রী এনেছি যদি রাখেন খুশি হব। ইমন এর মা খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়ে গরীবের ডাঃ জুয়েল আহমদ এর জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে মাছ,তেল,ডানো দুধ,ডাল,চানা,খেজুর,টমেটো আপেল,মালটা,লেবু,কলা,
ডুগি ইত্যাদি ছিল।

সবশেষে নিহত ইমন এর পরিবারের পাশে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার জন্য গরীবের ডাঃ জুয়েল আহমদ আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *