Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিজয়নগরে সীমানা নিয়ে বিরোধের জের দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-২০

বিজয়নগরে সীমানা নিয়ে বিরোধের জের দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-২০

 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার রহমান ভূঞা জানান, একতারপুর গ্রামের শাহ আলম মাস্টার ও হাশেম মেম্বারের গোষ্ঠীর মধ্যে বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়। ওই দুই গোষ্ঠীর মধ্যে আগেও আরেকটি সংঘর্ষ হলে হাসেম মেম্বারের পক্ষে থানায় অভিযোগ দেয়া হয়। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। সম্প্রতি ওই দুই গোষ্ঠীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে সোমবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন।

আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে এর আগেই
সংঘর্ষ থেমে যায়। সংঘর্ষে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছে। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয় বলে জানা
গেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *