Saturday, December 2, 2023
Home > আঞ্চলিক সংবাদ > এবার করোনায় আক্রান্ত উপমন্ত্রী নওফেলের ছোট ভাই

এবার করোনায় আক্রান্ত উপমন্ত্রী নওফেলের ছোট ভাই

এপিপি বাংলা : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার রাতে চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় সালেহীনের করোনা ভাইরাস শনাক্ত হয়।

তার বড় বোনের স্বামী চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, কিছুদিন আগে সালেহীন ঢাকা গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর গেল শুক্রবার জ্বর আসায় শনিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রোববার রাতে পাওয়া পরীক্ষার প্রতিবেদনে তার করোনা পজেটিভ এসেছে।

তবে সালেহীনের এখন জ্বর নেই জানিয়ে তার ভগ্নিপতি বলেন, তাকে মেয়র গলির নিজ বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তেমন উপসর্গ দেখা না দিলে বাসায় রেখে তাকে চিকিৎসা দেয়া হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, বিআইটিআইডিতে রোববার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ১৪ জন চট্টগ্রাম নগর ও জেলার বাসিন্দা । আক্রান্তদের মধ্যে সালেহীনও রয়েছে। একই দিন সিভাসুর নমুনা পরীক্ষায় চট্টগ্রামে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৩৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *