এপিপি বাংলা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে দেশের বেশিরভাগ মুখ্যমন্ত্রী লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত করার সুপারিশ করেছেন। একই সঙ্গে লকডাইনে বেশ কিছু শৈথিল্য আরোপ করে অর্থনীতির চাকা সচল রাখার কথা বলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করোনা নিয়ে কেন্দ্র রাজনীতি করছে বলে অভিযোগ করেন। বৈঠক শেষ হওয়ার পর কয়েকদিনের মধ্যে পুরো ঘোষণা কেন্দ্রের পক্ষ থেকে করা হবে।
ভারতের লকডাউন বাড়ানোর পক্ষে বেশির ভাগ মুখ্যমন্ত্রী
