বিজয়নগর প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবিলা গৃহবন্দী কর্মহীন নিম্ন আয়ের মানুষের জন্য দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত জিআর ১৮ বস্তা চাল সহ বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নিলুফা খাতুনকে তার বাসা থেকে আটক করেছে উপজেলা প্রশাসন।
পরে মেম্বার নিলুফা খাতুন গরিবের বরাদ্দকৃত চাল নিজের বাড়িতে নিজের হেফাজত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সাজা প্রদান করা হয়।
এব্যাপার বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান বলেন, উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মহিলা মেম্বার নিলুফা খাতুন সরকারি চাল নিজের বাড়িতে নিজের হেফাজত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ বছরের সাজা প্রদান করা হয়েছে।এই ধরনের অপকর্মকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানায় সে।