এপিপি বাংলা : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ২৪২ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯।
সোমবার (১৮ মে) দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে। মোটা মারা গেছে ৩ হাজার ২৯ জন। এদিকে, ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৬ হাজার ৮২৪ জন।
এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৩ এবং মারা গেছে ১ হাজার ১৯৮ জন।
করোনায় আক্রান্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭৯ এবং মারা গেছে ৬৫৯ জন।
এরপরেই রয়েছে তামিলনাড়ু। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২২৪ জন এবং রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ এবং মারা গেছে ১৬০ জন।