Thursday, December 7, 2023
Home > শিক্ষা > কাল এসএসসির ফল প্রকাশ

কাল এসএসসির ফল প্রকাশ

এপিপি বাংলা : আগামীকাল রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ঘোষণা করবেন। এরপর দুপুর ১২টায় ফেসবুক লাইভে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

একই সঙ্গে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফিংয়ের না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

ফেসবুক আইডি M A khair ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে। অন্যান্য গণমাধ্যমকেও তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

ওইদিন দুপুর ১২টায় শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি ইতোমধ্যে যে সকল শিক্ষার্থী মোবাইলে ফলাফল পেতে রেজিস্ট্রেশন করেছে, তাদের নম্বরে জিপিএ গ্রেডসহ ফলাফল পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *