Saturday, December 2, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিজয়নগরে ১০টাকা বধল করাকে নিয়ে দোকানদাকে পিটিয়ে হত্যা

বিজয়নগরে ১০টাকা বধল করাকে নিয়ে দোকানদাকে পিটিয়ে হত্যা

মাঈনুদ্দীন রুবেল : শুক্রবার দুপুর ১টার সময় বিজয়নগর রামপুরা মধ্যবাজারে এ ঘটনা ঘটে। সন্ধা ৭টায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যর হয়। বাসুদেব দাস চান্দুরা রাসূলপুর গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ দাসের ছেলে। তিনি স্থানীয় রামপুর বাজারের দোকানদার ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০টাকার নোট বাধল করাকে নিয়ে বাসুদেব দাস (৬২) দোকানদারকে পিটিয়ে হত্যা করলো বখাটে।

মৃতের ছেলে রোপন দাস বলেন, আমার বাবা দোকানে ছিলেন তখন স্থানীয় পিতুষ দাস (২৫) বাবার কাছে এসে বলেন, ১০টাকা পুড়াতন নোট বধল করে নতুন টাকা দেওয়ার জন্য তখন বাবা বলছেন নেওয়ার সময় কেন দেখে নিল না! এই কথা বলার পর চলে দিয়ে কিছুক্ষণ পরে পিতুষ দাস এসে লোহার পাইপ দিয়ে বাবা ও আমার কাকা জয়দেব দাসকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে আহত বাবা ও কাকাকে জেলা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা বললে ঢাকা নেওয়ার পথে সন্ধা ৭টায় বাবা মারা যান ও আমার কাকা জয়দেব দাস মৃমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারের জন্য খবর পেয়ে আশুগঞ্জ এসেছি কিন্তু পাইনি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *