Wednesday, November 29, 2023
Home > আঞ্চলিক সংবাদ > দিন রাত কাজ করে যাচ্ছে মশক নিধন স্পেসাল টিম,

দিন রাত কাজ করে যাচ্ছে মশক নিধন স্পেসাল টিম,

খাদিজা আক্তার ভাবনাঃ ০৯/০৬/২০২০ দ্বিতীয় দিনের মতো মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোশনের উদ্যোগে শহরের ১৭ নম্বর ওয়ার্ড এলাকায় মশক নিধন ঔষধ দেয়া হয়েছে।

একই সাথে সিটি করপোরেশন কর্মকর্তারা মশক নিধনের জন্য শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মশার ঔষধ দিচ্ছেন।

মঙ্গলবার সকালে সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগির হোসেন হিরনের নেতৃত্বে প্রতিদিনের ন্যায় নাসিক ১৭ নম্বর ওয়ার্ড পাইকপাড়া বড় কবরস্থান জসিম মিয়ার বাড়ি থেকে শুরু করে পাইকপাড়া ছোট কবরস্থান এলাকায় মশক নিধন ঔষধ দেয়া হয়।

সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগির হোসেন হিরণ বলেন, মশা থেকে জনগণকে রক্ষা করার জন্য মশক নিধন ঔষধ দেয়া হচ্ছে।

এই ঔষধ দেয়ার জন্য সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৫ জনের একটি করে টিম করে দয়ো হয়েছে। করোনার ভাইরাসের কারনে তা বারিয়ে ২০ জনের টিম করে দেয়া হয়েছে।

তারা ওই ওয়ার্ডের এলাকায় গিয়ে বাড়ির ছাদের গাছের টপে, সড়কের ওলিতে গলিতে যেখানে মশা জন্মানোর জায়গা ওই খানে মশার ঔষধ প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। আমাদের এ কাজ প্রতিদিন অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি এতে মানুষ মশার উপদ্রব থেকে স্বস্তি পাবে।

পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পাল বলেন, মাননীয় মেয়র মহোদয় নগরবাসির সকলকে যার যার বাড়ি পরিস্কার রাখার কথা বলেছেন। নগরীর কনো এলাকায় মশার উপদ্রব বেশি হলে আমাদের জানাবেন আমরা ব্যবস্থ্যা নিবো।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা আবুল আমিন, পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পাল, মশক নিধন সুপার ভাইজার রিপন সিকদার, সোহেল খন্দকার সহ অন্যান্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *