Friday, May 26, 2023
Home > আঞ্চলিক সংবাদ > ১১৫ ভারতীয় নাগরিক আখাউড়া চেকপোস্ট দিয়ে নিজে দেশে ফিরে গেলেন

১১৫ ভারতীয় নাগরিক আখাউড়া চেকপোস্ট দিয়ে নিজে দেশে ফিরে গেলেন

আশরাফুল মামুনঃ করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকেপড়া শতাধিক ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ ফিরেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ১১৫ পাসপোর্টধারী ভারতীয় নাগরিক তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে নিজ দেশে ফিরে যান।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, করোনার কারণে বাংলাদেশে যারা আটকে ছিলেন, ভারতীয় হাইকমিশন তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে। এর মাধ্যমে দ্বিতীয় দফায় ১৩৪ জনের মধ্যে বৃহস্পতিবার ১১৫ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।

আগামীকাল শুক্রবার এ পথে আরও ১৫৪ নাগরিক বাংলাদেশ থেকে ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত করোনাভাইরাস সংক্রমণ রোধে চলতি বছরের ২৪ মার্চ ভারতজুড়ে লকডাউন ঘোষণা করে দেশটির সরকার।

অন্যদিকে ২৬ মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর মধ্যেও ভারতে আটকেপড়া বাংলাদেশিদের নিজ দেশে ফিরে আসতে অসুবিধা হয়নি। কিন্তু বাংলাদেশে আটকেপড়া ভারতীয়দের ফেরার সুবিধা ছিল না।

ঢাকার ভারতীয় হাইকমিশন অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে এ প্রক্রিয়া শুরু করেছে।

ভারতে লকডাউন ঘোষণার পর বৃহস্পতিবার আখাউড়া দিয়ে দ্বিতীয় দফায় নিজ দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয়রা।

২৮ মে প্রথম দফায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ১০৬ পাসপোর্টধারী ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *