Tuesday, December 5, 2023
Home > আন্তর্জাতিক > চীন সীমান্তে সামরিক শক্তি বাড়ালো ভারত, তৈরি পিপলস লিবারেশন আর্মিও

চীন সীমান্তে সামরিক শক্তি বাড়ালো ভারত, তৈরি পিপলস লিবারেশন আর্মিও

এপিপি বাংলা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বদল বৈঠকে চীনকে হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে চীন সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করলো ভারত ৷ ভারত – চীন তিনহাজার আটশো কিলোমিটার সীমানা বরাবর ভারত ফাইটার জেট এর সমাবেশ ঘটিয়েছে ৷ আপোচ আটাক হেলিকপ্টার ও বাহিনীও তৈরি ৷ এই কপ্টার গুলো এয়ার টু গ্রাউন্ড মিসাইল ছুঁড়তে সক্ষম ৷ এছাড়াও দুর্গম পাহাড়ি এলাকায় সেনা ও রসদ পরিবহনে উপযোগী চিনুক চপারও আনা হয়েছে বেস এ ৷ সুখোই, মিগ্ এবং জাগুয়ার বিমানবহরও তৈরি রাখা হয়েছে ৷ সীমান্তে পদাতিক বাহিনী বাড়ানো ছাড়াও বঙ্গোপসাগরে টহল দিচ্ছে রণতরী ৷ চীনা দরিয়ার সামনেই পজিশন নিয়েছে সেগুলো ৷ চীনের পিপলস লিবারেশন আর্মিও চুপ করে বসে নেই ৷ গাল ওয়ান উপত্যাকার ফিঙ্গার ফোর থেকে এইট পর্যন্ত ব্যাপক সেনাসমাবেশ করেছে তারা ৷ জে – ইলেভেন এবং জে – এইট ফাইটার জেট বাহিনী তৈরি রেখেছে চীন ৷ দূরপাল্লার বোম্বার জেটগুলোও প্রস্তুত রেখেছে চীন ৷ তিব্বতের হোতান এবং কেশগড় বেসকে ব্যবহার করছে পি এল এ ৷ যুদ্ধ হবে কিনা কেউ জানেনা, কিন্তু ভারত – চীন সীমান্তে এখন বাতাসে বারুদের গন্ধ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *